গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের উদাহরণসহ সংজ্ঞা লেখ

গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের উদাহরণসহ সংজ্ঞা লেখ ।

প্রশ্ন : গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের উদাহরণসহ সংজ্ঞা লেখ ।


উত্তর : গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-

১। সরল বাক্য (Simple Sentence)
২। মিশ্র বা জটিল বাক্য ( Complex Sentence)
৩। যৌগিক বাক্য (Compound Sentence)

১। সরল বাক্য : যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন-
             ১। আমরা কাল রাজশাহী যাবো।
             ২। রীনা বীণা বাজায়।

২। মিশ্র বা জটিল বাক্য : যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য পরস্পর সম্পর্কযুক্ত থাকে, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন-  
              ১। যে যত খাটে সে তত ফল পায়।
              ২।তুমি যদি কাল আসতে তবে তার সাথে দেখা হতো।

৩। যৌগিক বাক্য : একাধিক সরল বাক্য বা জটিল বাক্য যখন কোন অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি পূর্ণবাক্য গঠন করে, তখন তাকে যৌগিক বাক্য বলে। যেমন-
              ১। তিনি এসেছিলেন, কিন্তু আমার সাথে দেখা হয়নি
             ২। তাড়াতাড়ি বাড়ি যাও নতুবা তাকে দেখতে পারবে না।
Next Post Previous Post