কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ

কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ

✱ কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ।

কলেজের প্রথম দিন 

১০ই জুলাই ২০১ 
পিলখানা, রাত : ১১:০০ 

আজ আমার কলেজ জীবনের প্রথম দিন। সকাল সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠলাম । প্রয়ােজনীয় কাজ সেরে গােসল, খাওয়া-দাওয়া করে ১০টায় কলেজের ইউনিফর্মটি পরে নিলাম। হেঁটে হেঁটে কলেজ গেটে পৌছার পর কলেজ গেটের নিরাপত্তারক্ষীরা আমার পরিচয় জানতে চাইল । আমার কাছে আইডি কার্ড ছিল না। আমি ভর্তি রশিদ দেখালাম। তারা আমাকে গেটে প্রবেশ করতে দিল । সােজা পৌছে গেলাম ক্লাসে । চারদিকে প্রায় সবাই অপরিচিত। আমার পাশের ছেলেকে জিজ্ঞেস করলাম তােমার নাম কী? সে বলল- ফারহান। সে আমার নাম জিজ্ঞেস করল। বললাম- ইমন। ফারহানকে আমার ভালাে লাগল । খুবই হাসিখুশি পাবন্ত ছেলে। শিক্ষক আসার আগে আরও কয়েকজনের সাথে পরিচয় হলাে। ১২:০০টা বাজলে একজন শিক্ষক এলেন, নাম বললেন শহিদুল ইসলাম। তিনিই আমাদের বাংলা শিক্ষক। তিনি আমাদের করণীয় সম্পর্কে আকর্ষণীয় ভাষায় সাবলীল ভঙ্গিমায় বক্তব্য দিলেন। তাঁর বাচনভঙ্গি, কণ্ঠস্বর, আন্তরিকতা আমাকে মুগ্ধ করল । এরপর আরও ২টি ক্লাস হলাে। তারপর টিফিন পিরিয়ড এ সময় আমরা পুরাে কলেজ ঘুরে দেখলাম। ২টি খেলার মাঠ, ৭টি বৃহৎ ভবন, ২টি ক্যানটিন, ১টি লাইব্রেরি, ১টি মিলনায়তন নিয়ে বিশাল ক্যাম্পাস। নাশতা করলাম, বন্ধুদের সাথে গল্প করলাম। টিফিনের পর আরও ৩টি ক্লাস হলাে ৪:৪৫ মিনিটে আমাদের ছুটি হলাে। আনন্দময় একটা দিন কাটিয়ে বাসায় এলাম । দিনটি স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে ।

Next Post Previous Post