কম্পিউটার শিক্ষার প্রয়ােজনীয়তা বর্ণনা করে তােমার ছােটো বােনকে একখানা পত্র লেখ

কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা বর্ণনা করে তোমার ছোট বোনকে একখানা পত্র লেখ

✱ কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা বর্ণনা করে তোমার ছোট বোনকে একখানা পত্র লেখ।


বাংলাবাজার, ঢাকা।
২৫ জুলাই ২০২১ 

স্নেহের আফরিন 

শুরুতে আমার স্নেহাশিস নিও। আশা করি, মা-বাবাসহ সকলেই ভালাে আছ। আমিও সৃষ্টিকর্তার অশেষ অনুগ্রহে ভালাে আছি। আজ তােমাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানানাের উদ্দেশ্যে লিখছি।

 তুমি ইতােমধ্যে জেনেছ যে, বর্তমানে তথ্যপ্রযুক্তির জয়জয়কার চলছে। আর এক্ষেত্রে কম্পিউটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জীবনের প্রায় সকল ক্ষেত্রে এখন কম্পিউটারের উপযােগিতা রয়েছে। যতই দিন যাচ্ছে ততই এর উপযােগিতা বেড়েই চলেছে। কিন্তু | চাহিদার তুলনায় এক্ষেত্রে আমাদের দেশে দক্ষ জনবল আছে খুব কম। তুমি পড়াশুনা শেষ করে যে পেশায়ই নিজেকে নিয়ােজিত কর। না কেন; তােমাকে অবশ্যই কম্পিউটার শিক্ষায় দক্ষ হতে হবে। কম্পিউটার প্রযুক্তির উন্নতির সঙ্গে বর্তমান সভ্যতাও দ্রুত উন্নততর হচ্ছে। মানুষের জীবনযাপন অনেকটা সহজ হয়ে এসেছে। শিক্ষাক্ষেত্র, চিকিৎসা, বিজ্ঞান, মহাকাশ গবেষণা, সামাজিক গবেষণা, সরকার পরিচালনা, ব্যাংক-বিমা, ব্যবসায়-বাণিজ্য, শিল্পকারখানা, প্রকাশনা সংস্থা, সংবাদ মাধ্যম, খেলাধুলা, অর্থনীতি প্রভৃতি ক্ষেত্রে চমৎকারভাবে কম্পিউটার ভূমিকা রাখছে। বর্তমানে কম্পিউটার প্রযুক্তি ও ইন্টারনেট প্রযুক্তির সমন্বয়ে শিক্ষাক্ষেত্রে বিপ্লবের সূচনা হয়েছে। ই-বুক, পিডিএফ থেকে শুরু করে শিক্ষার বিভিন্ন উপকরণ এর মাধ্যমে পাওয়া যায়। দ্বিতীয়ত ভাষা শিক্ষা, দূরশিক্ষণ, ডিজিটাল শ্রেণিকক্ষ প্রভৃতি এখন কম্পিউটারের মাধ্যমেই সম্ভব হচ্ছে। এখন বাসায় বসেই টেলিপ্যাথি ও টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে। ব্যাংকিং ক্ষেত্রে বলতে গেলে বিপ্লব সূচিত হয়েছে। আগে যেখানে টিটি ও ডিডির মাধ্যমে অর্থ-হস্তান্তর নিয়ে নানান ঝক্কি-ঝামেলা পােহাতে হতাে এবং সময়ও লাগত বেশি, বর্তমানে কম্পিউটার ও ইন্টারনেটের সমন্বয়ে তা মুহূর্তের মধ্যে করা যাচ্ছে। বর্তমানে যারা কম্পিউটারে দক্ষ সকল ক্ষেত্রে তাদের চাহিদাই বেশি। তাই তুমি খুব শীঘ্রই আমাদের মফস্বলের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এমএস অফিস প্যাকেজ’ প্রশিক্ষণটিতে ভর্তি হয়ে সাধারণ পড়াশুনার পাশাপাশি সপ্তাহে দু-এক দিনকাল প্রশিক্ষণটি নিতে থাকো। 

আজ আর নয় । মা-বাবাকে আমার সালাম দিও আর ছােটোদের প্রতি আমার স্নেহ রইল । এখানেই শেষ করছি।

ইতি
তােমার বড়াে ভাই
মুফিজুল ইসলাম।


পেত্র লেখা শেষে খাম এঁকে খামের ওপরে ঠিকানা লিখতে হয়
✱ পেত্র লেখা শেষে খাম এঁকে খামের ওপরে ঠিকানা লিখতে হয়।
Next Post Previous Post