অনুচ্ছেদ রচনা : সুন্দরবন

অনুচ্ছেদ রচনা : সুন্দরবন
অনুচ্ছেদ রচনা : সুন্দরবন

সুন্দরবন 

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য- সুন্দরবন। বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনা জেলার দক্ষিণবঙ্গোপসাগরের কোল জুড়ে সুন্দরবনের অবস্থান। লবণাক্ত পানিতে বেঁচে থাকতে পারে, এমন উদ্ভিদের জন্যই এ বনকে ম্যানগ্রোভ বন বলা হয়। ধারণা করা হয়, দুই থেকে তিন হাজার বছর আগে এ অঞ্চল ছিল সমুদ্রগর্ভে। গঙ্গা ও গঙ্গার শাখাসমূহ হিমালয়ের শীর্ষ থেকে পলিমাটি বহন করে দক্ষিণে সঞ্চিত হয়ে ভূ-ভাগের সৃষ্টি হয় । কালে কালে তা গভীর জঙ্গল হয়ে ওঠে। সুন্দরী নামে একপ্রকার গাছ এ বনে বেশি থাকায় সুন্দরবন’ নাম হয়েছে- এ কথার প্রচলন থাকলেও নামকরণের সঠিক ইতিহাস আজও জানা যায়নি। সুন্দরবনের দৈর্ঘ্য ২৯০ কিলােমিটার ও উত্তর-দক্ষিণে প্রস্থ ১২৯ কিলােমিটার । সুন্দরবনের মােট আয়তন ১০,০০০ বর্গ কিলােমিটার। বাংলাদেশ অংশে পড়েছে ৫,৮০০ বর্গ কিলােমিটার, বন এলাকা ৪,০১,৬০০ হেক্টর, নদী ও খাল এলাকা ১,৭৫,৬৮৫ হেক্টর । মােট আয়তনের মধ্যে ৩,৮০,৩৪০ হেক্টর উন্নত বনভূমি ও ২৬,৮০৭ হেক্টর প্রধান বনভূমি । সমুদ্রপৃষ্ঠ থেকে এ বনভূমি উচ্চতায় ০.৯১২ মিটার থেকে ২.১১ মিটার পর্যন্ত হয়ে থাকে। সুন্দরবনের নদী, পাখি, মৎস্য, বৃক্ষ এসবই আমাদের সম্পদ। এগুলাে একদিকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এবং অন্যদিকে অর্থনৈতিক উন্নতিতেও সহায়তা করে । জীববৈচিত্র্যের এই আবাস ‘ওয়ার্ল্ড হেরিটেজ' ঘােষণার পর এর আরও সম্ভাবনা জেগে উঠেছে। সৌন্দর্যের জন্য পর্যটনের একটা উপযুক্ত জায়গা সুন্দরবন। প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদের এই খনি বাংলাদেশের অমূল্য সম্পদ।

Next Post Previous Post